আজীবন সম্মাননা

মাদ্রাসার স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা

শিক্ষা বিস্তারের যে স্বপ্ন তিনি দেখেছিলেন—আমরা তা এগিয়ে নিচ্ছি

img

আদু শেখ (আজাদ)

সম্মানিত প্রতিষ্ঠাতা

দাতাদের প্রতি সম্মান জ্ঞাপন

যাঁরা আল্লাহর সন্তুষ্টির জন্য তাঁদের সম্পদ উৎসর্গ করেছেন, তাঁদের প্রতি আমরা বিনম্র সালাম ও ভালোবাসা জানাই। তাঁদের দানকৃত জমিতে দাঁড়িয়ে আজ শতাধিক শিক্ষার্থীর জীবন গড়ে উঠছে — এটাই তাঁদের দানের প্রকৃত ফল—সাদাকায়ে জারিয়াহ।

আল্লাহ তাআলা তাঁদের এই সাদাকায়ে জারিয়াহ কবুল করুন।

জমিদাতা ও বিশেষ দাতা সম্মাননা

আমাদের প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও উন্নয়নে যাঁরা জমি ও সম্পদ দান করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান।

img

মোঃ পরশ উল্লাহ শেখ

সম্মানিত জমি দাতা
img

মোঃ নাছির শেখ

সম্মানিত জমি দাতা
img

মোঃ আব্দুল শেখ

সম্মানিত জমি দাতা
img

মোছাঃ শাহেলা বেগম

সম্মানিত জমি দাতা
img

মোঃ নাজিমদ্দিন শেখ

সম্মানিত জমি দাতা
img

মোছাঃ পলি বেগম

সম্মানিত জমি দাতা